ওয়াই-ফাই এর মাধ্যমে পাওয়া যাবে বিবিসির সংবাদ

বিবিসি সমপ্রতি যুক্তরাজ্যের ওয়াই-ফাইতে বিনামূল্যে গ্রাহকদের সংবাদ প্রদানের সেবা শুরু করেছে। ওয়াই-ফাই ফার্মের সাথে চুক্তির ফলে যুক্তরাজ্যের ৭৫০০ হটস্পট থেকে ব্যবহারকারীরা ওয়েবসাইটের সংবাদ, প্রোগ্রাম এবং টিভিশো (আইপ্লেয়ারের মাধ্যমে) কোন খরচ ছাড়ায় ডাউনলোড করতে পারবে। পিসি ব্যবহারকারীদের মধ্যে বর্তমানে উইন্ডোজ এক্সপির ব্যবহারকারীরা এ সুবিধা পেলেও (ডাউনলোড করা তথ্য ৩০ দিন রাখা যাবে) ভবিষ্যতে ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরাও এ সুবিধা পাবে। এছাড়াও বহনযোগ্য বিভিন্ন ডিভাইসেও (যেমন, সনির পিএসপি, নকিয়া এন৯৫ ইত্যাদি) এই সুবিধা পাওয়া যাবে। তবে বছর শেষে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকেই (ফেসবুক বা ব্লগের মত) ভিডিও ডাউনলোড করতে পারবে। বর্তমানে ২৫০,০০০ ব্যবহারকারী আইপ্লেয়ারের মাধ্যমে টিভিশো ডাউনলোড করলেও ২০০৮ সালের এপ্রিলের মধ্যে ৫০০,০০০ ব্যবহারকারী হবে বলে বিবিসি কর্তৃপক্ষ আশা করছে। এছাড়াও তারা ভবিষ্যতে হাই-ডেফিনেশন (এইচডি) ভিডিও ডাউনলোড করার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস