মাউসের ডান ক্লিকে কমান্ড প্রোম্ট

বিভিন্ন প্রয়োজনে আমাদের কমান্ড প্রোম্ট দরকার হয়। সরাসরি স্টার্ট মেনু থেকে বা রানে গিয়ে আমরা কমান্ড প্রোম্ট পেতে পারি। কিন্তু রেজিষ্ট্রি এডিটর কিছু পরিবর্তন করলে সহজেই যেকোন ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে উক্ত লোকেশনে কমান্ড প্রোম্ট পেতে পারেন। এজন্য নিচের সংকেত নোটপ্যাডে লিখে RightClickCmd.reg নামে সেভ করুন এবং চালু করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\Command Prompt Here]
@=”Command &Prompt Here”
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\Command Prompt Here\command]
@=”cmd.exe /k cd %1 ”
এবার যেকোন ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে দেখুন কমান্ড প্রোম্ট এসেছে যেখানে ক্লিক করলে কমান্ড প্রোম্ট চালু হবে।

১ Comments on "মাউসের ডান ক্লিকে কমান্ড প্রোম্ট"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস