গান শোনা ভিডিও দেখার বিভিন্ন মিডিয়া প্লেয়ার আছে। কিন্তু দেখা যায় একটি প্লেয়ার দিয়ে সন্তুষ্ট থাকা যায় না, কারণ বেশীরভাগ প্লেয়ারেই সব ধরনের ভিডিও বা অডিও সমর্থন না। যার ফলে কম্পিউটারে বিভিন্ন মিডিয়া প্লেয়ার ইনস্টল করার দরকার হয়। তবে ওপেন সোর্স গোম প্লেয়ার দ্বারা দরকারী প্রায় সব ধরনের অডিও ভিডিও চালানো যায়। মাত্র ৫.৭৭ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.gomlab.com থেকে ডাউনলোড করা যাবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।