অনলাইনে গুগলের রাজত্ব যেন দিনে দিনে বেড়েই চলেছে। এবার গুগল দ্রুততম এবং সর্বাধিক ব্যবহারবান্ধব অনলাইন এ্যাপলিকেশন তৈরীর ঘোষণা দিলো। গুগল ওয়েভ নামের এই শক্তিশালী ব্যাক্তিগত যোগাযোগ এবং সহযোগিতা মূলক টুলস এবছরের শেষের দিকে অবমুক্ত হবে এই অনলাইন সেবা। ওয়েব বেসড এই সেবাটি ৪০টি ভাষাতে ব্যবহার এবং ভাষান্তর করা যাবে এবং এর মধ্যে থাকবে স্পেল চেকার, ইমেইল, তাৎক্ষনিত বার্তা প্রেরণ, ফাইল বা ছবি শেয়ারিং, উইকি এবং সোসাল নেটওয়ার্কি। মোট কথা গুগল বর্তমানের জনপ্রিয় দিকগুলোকে একত্রিভূত করার পাশাপাশি আরো ব্যবহারবান্ধব করতে যাচ্ছে। ফলে অনলাইন যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর এবং গতিশীল হবে। ওপেস সোর্স এই এ্যাপলিকেশনে তৃতীয় পক্ষের ডেভেলপ করা গেমস বা অনান্য যোগ করার সুযোগ থাকবে এবং উইকিপিডিয়ারমত উম্মুক্ত তথ্য থাকবে যা পরিবর্তন বা সম্পাদনার করার সুযোগও থাকবে।
গুগল ওয়েভের মূল সাইট http://wave.google.com। অফিসিয়াল লিংক: http://googleblog.blogspot.com
ভাল
ভাল লাগর
ভাল । কাজে লাগবে । ধন্যবাদ ।