সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফ্রি করুন ড়্যামের ব্যবহার

মেহেদী আকরাম | July 16, 2009, 12:35 PM

বিভিন্ন চলতি এ্যাপলিকেশন ড়্যাম ব্যবহার করলে ড়্যামের ব্যবহার বেড়ে যায়, ফলে কম্পিউটারের গতি কমে যায়। তবে ড়্যামরাশ ব্যবহার করে গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। ড়্যামরাশ হচ্ছে ফ্রি মেমেরি ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন টুলস। এই সফটওয়্যার দ্বারা ড়্যাম ডিফ্রাগমেন্ট করে ড়্যামকে কিছুটা ফ্রি করা হয়, ফলে কম্পিউটারের গতি বাড়ে। এছাড়াও ড়্যাম যদি কখনো ৮% এর কম ফ্রি হয়ে যায় তাহলে সয়ংক্রিয়ভাবে ড়্যামের ব্যবহার অপটিমাইজ হবে এবং ড়্যামের ফ্রি যায়গা বৃদ্ধি পাবে। এছাড়াও ইচ্ছামত অপটিমাইজ করা যায়। সফটওয়্যারটি দ্বারা সিপিইউ এর ব্যবহার এবং ড়্যাম ব্যবহার দেখা যাবে। উইন্ডোজের উপযোগী মাত্র ৫২১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ramrush.com থেকে ডাউনলোড করে নিন।

৩টি মন্তব্য

মন্তব্য করুন