গুগল ক্রোম অপারেটিং সিস্টেম

গুগল কিছুদিন আগে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’ বাজারজাত করে অনেকটা মাত করেছে। গুগলের অনলাইন সেবাগুলো গুগল ক্রোমে বেশ ভাল চলে। গুগলের অনলাইন সেবাগুলো যে জনপ্রিয়তার শীর্ষে এটা বলার অপেক্ষা রাখে না। গুগল এবার অপারেটিং সিস্টেম তৈরীর ঘোষণা দিলো। ‘গুগল ক্রোম অপারেটিং সিস্টেম’ নামের এই অপারেটিং সিস্টেম ২০১০ সাল নাগাদ বাজারে আসতে পারে। ওপেন সোর্স, লিনাক্স বেসজ এবং হালকা এই অপারেটিং সিস্টেমটি মূলত নোটবুকের উদ্দেশ্যে তৈরী করা হবে। এই অপারেটিং সিস্টেম ইন্টেল, এএমডি x86 সহ ARM অর্কিটেকচার সমর্থন করবে। গুগলের ভাষ্য মতে এই অপারিটিং সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যে খুলবে এবং ভাইরাস বা মালওয়্যার থেকে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এই অপারেটিং সিস্টেমের যে গুগলের সেবাগুলো আরো উন্নত এবং সহজভাবে ব্যবহার করা যাবে। বিস্তারিত গুগলের অফিসিয়াল ব্লগে www.googleblog.blogspot.com থেকে জানা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস