জিমেইলে পছন্দের গ্যাজেট

জিমেইলের গ্যাজেট হচ্ছে জিমেইলে পছন্দের লিংক বা তথ্য অন্তুভুক্ত করার ব্যবস্থা। এতে নিজের তৈরী করা বিভিন্ন তথ্য যুক্ত করা যায়। এখানে সমকাল দর্পণের তৈরী করা গ্যাজেট যুক্ত করার পদ্ধতি দেখানো হলো।
ধাপ১) জিমেইল থেকে বিভিন্ন গ্যাজেটে সক্রিয় করতে উপরের ডানের জিমেইলের Options আইকনে ক্লিক করুন।

ধাপ২) এবার Lab ট্যাএব ক্লিক করে Add any gadget by URL এর Enable নির্বাচন করে Save Chnage বাটনে ক্লিক করুন তাহলে Gadgets নামে নতুন একটি ট্যাব পাবেন।

ধাপ৩) এবার Gadgets ট্যাবে ক্লিক করে নিচের গ্যাজেটের লিংক দিন এবং Add বাটনে ক্লিক করুন।
http://www.shamokaldarpon.com/gadgets/allin1.xml

ব্যস কাজ শেষ। এখন বাম পাশের প্যানেলে দেখুন All in One নামে গ্যাজেটটি চলে এসেছে। এখানে বিভিন্ন বাটনে ক্লিক করলে সেগুলোর তথ্য পাবেন।

২ Comments on "জিমেইলে পছন্দের গ্যাজেট"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস