সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজের জন্য দারুন এক টোয়ীক সফটওয়্যার

মেহেদী আকরাম | June 12, 2009, 1:09 AM

উইন্ডোজ ব্যবহারকারীদের টুকিটাকি বিভিন্ন কাজে টোয়ীক সফটওয়্যার বেশ কাজে দেয়। এমনই একটি সফটওয়্যার হচ্ছে TweakNow PowerPack 2009| এই সফটওয়্যারে রয়েছে ডিক্স ক্লিনার, ডিক্স ইউজেস এনালাইজার, বিধিধ টুলস, রেজিস্ট্রি ক্লিনার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্টার, স্টার্টআপ ম্যানেজার, সিস্টেম ইসফরমেশন, টার্ক ক্লিনার, আনইনস্টল প্রোগ্রামস, উইন্ডোজ সিকিউরিটি এবং রিস্টোর ব্যাকআপ সুবিধা। মানে এক সফটওয়্যারে প্রায় সকল সুবিধা। ৫.৪৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.tweaknow.com/powerPack.html থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপিসহ পরবর্তী সকল সংস্করনের সকল বিটে চলবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন