সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এক্সেলের টেবিল ওয়ার্ডে ব্যবহার

মেহেদী আকরাম | June 2, 2009, 10:22 PM

মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। তবে মাঝে মাঝে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল বা হিসাবের জন্য এক্সেলের সেল বা তথ্য ইমপোর্ট করার প্রয়োজন হয়। যদি এক্সেলের ফাইলের সাথে লিংক করা যায় যাতে এক্সেলে কোন পরিবর্তন করলে ওয়ার্ডেও পরিবর্তন হয় তাহলে কেমন হয়! এজন্য এক্সেলের সেলগুলো নির্বাচন করে কপি করুন। এবার ওয়ার্ডে এনে পেস্ট করুন। পেস্ট করা টেবিলের নিচের ডানে পেস্ট অপশন আইকনে ক্লিক করে Keep Source Formatting and Link to Excel অথবা Match Destination Table Style and Link to Excel অপশনে ক্লিক করুন। ব্যস এখন থেকে উক্ত এক্সেল ফাইলের উক্ত সেলগুলোতে কোন পরিবর্তন করলে ওয়ার্ডে সয়ংক্রিয়ভাবে তা পরিবর্তন হবে। আর ওয়ার্ড ফাইল বন্ধ থাকলে খোলার সময় আপডেট ম্যাসেজ দেখাবে যেখানে Yes করলে আপডেট হবে। আর এক্সেলের ফাইলটি যদি মুছে দেন বা না পাওয়া যায় তাহলে পূর্বের ফলাফলই থাকবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন