সয়ংক্রিয়ভাবে ফেসবুকে লগইন করা

জনপ্রিয় স্যোসাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে আলাদা লগইন না করে গুগল, ইয়াহু, ওপেন আইডি ইত্যাদি দ্বারা সয়ংক্রিয়ভাবে লগইন করা যাবে। ফলে উপরোক্ত নেটওয়ার্কে লগইন করা থাকলে ফেসবুকে নতুন করে লগইন করতে হবে না। এটা অনেকটা নেটওয়ার্ক একত্রিভূত করার মত। এটি সক্রিয় করতে ফেসবুকে লগইন করে Accounts Settings এ যান। এবার Linked Accounts এর Add a new linked account এ ক্লিক করে যে (Google, MySpace, Yahoo, Vidoop, MyopenID, Verisign PIP, OpenID) একাউন্ট দ্বারা লগইন করতে চান সেটি নির্বাচন করুন এবং Link New Account এ ক্লিক করুন। যদি গুগল যুক্ত করতে চান তাহলে নতুন উইন্ডো থেকে জিমেইলে লগইন করুন এবং পরবর্তী উইন্ডো থেকে Allow বাটনে ক্লিক করুন। এভাবে আপনি একাধিক একাউন্ট যোগ করতে পারবেন। ফলে আপনি যুক্ত করা যে কোন একাউন্টেই লগইন করা থাকা অবস্থায় ফেসবুকে ঢুকলে আপনা আপনি লগইন হবে। তবে যুক্ত করা একাউন্টে লগআউট করলে ফেসবুকে সয়ংক্রিয়ভাবে লগআউট হবে না।

১ Comments on "সয়ংক্রিয়ভাবে ফেসবুকে লগইন করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস