মাইক্রোসফট নতুন সার্চ ইঞ্জিন “বিং”
মাইক্রোসফট অগামী ৩রা জুন bing নামে নতুন সার্চ ইঞ্জিন অবমুক্ত করছে। মাইক্রোসফট যেটাকে ডিসিজন ইঞ্জিন নামে পরিচিত করছে। যদিও মাইক্রোসফটের লাইভ সার্চ নামে একটি সার্চ ইঞ্জিন রয়েছে। সাইটি মূলত ট্রাভেল, স্বাস্থ্য এবং সপিং এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। বিং এর সার্চের ফলাফল সাধারণ গুগলের মতো হবে না। এটা শব্দ বা শব্দগষ্ঠির অর্থের উপরে নির্ভর করে ফলাফল প্রকাশ করবে। সার্চ ইঞ্জিনটির ঠিকানা www.bing.com। সাইটি সম্পর্কে বিস্তারিত (ভিডিও) জানা যাবে www.decisionengine.com সাইট থেকে। এখান দেখার বিষয় এই সার্চ ইঞ্জিন গুগলের কতটা প্রতিপক্ষ হতে পারে।
মনে হয় না গুগলকে হটাতে পারবে।