সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাইবারনেট সক্রিয় করা

মেহেদী আকরাম | May 11, 2009, 7:51 PM

উইন্ডোজ এক্সপিতে বা ভিসতাতে অনেক সময় হাইবারনেট অপশনটি থাকে না। তবে থেকে Control Panel> Power Options এর Hibernate ট্যাবে গিয়ে হাইবারনেট সক্রিয় বা নিস্ক্রিয় করা যায়। উইন্ডোজ ভিসতাতে বা অনেক সময় এক্সপিতে এই অপশনটি থাকে না। সেক্ষেত্রে কমান্ড প্রম্পট থেকে সহজেই হাইবারনেট সক্রিয় বা নিস্কিয় করা যায়। এজন্য Window Key + r (Start > Run) চেপে (রানে গিয়ে) cmd লিখে এন্টার করে কমান্ড প্রম্পটে powercfg /hibernate on লিখে বা powercfg -h on লিখে এন্টার করলে হাইবারনেট সক্রিয় হবে। আর হাইবারনেট নিস্ক্রিয় করতে powercfg /hibernate off লিখে বা powercfg -h off লিখে এন্টার করলেই হবে।

২টি মন্তব্য

    1. আপনি যদি কম্পিউটার শার্টডাউন না করে Hibernate করলে কম্পিউটার শার্টডাউনের মত বন্ধ হবে, এবং উক্ত সময় যে যে প্রোগ্রাম চালু ছিলো পরবর্তীতে কম্পিউটার চালু করলে সেই সেই প্রোগ্রাম চালু হবে।

মন্তব্য করুন