ভিসতার মত করুন উইন্ডোজ এক্সপিকে

vistamizer.jpgমাইক্রোসফটের বহুল প্রতিক্ষিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা পেয়ে ব্যবহারকারী বেশ হতাশ হয়েছে তার প্রধান বড় কারণ হচ্ছে অতিরিক্ত হার্ডওয়্যারের চাহিদা। গ্রাফ্রিক্স অন্যান্য সুবিধার দিক থেকে ভিসতা অবশ্যয় এক্সপি থেকে ভাল কিন্তু চাহিদাও তুলনামূলক ভাবে অনেক বেশী। ফলে বেশীরভাগ এক্সপি ব্যবহারকারী ভিসতা ব্যবহার করতে পারছে না। তবে এক্সপি ব্যবহারকারীরা চাইলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে, অর্থাৎ এক্সপিকে ভিসতার মত করতে পারে VistaMizer সফটওয়্যারটি ব্যবহার করে। ২২ মেগাবাইটের সফটওয়্যারটি www.public.sytes.net/hoefs/windows/vistamizer.php ওয়েব সাইট (বিটটরেন্ট) থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করলে উইন্ডোজ এক্সপির প্রায় ৪০০টির (আইকন, গ্রাফিক্স এবং অনান্য সিস্টেম ফাইল) মত ফাইল পরিবর্তন করবে। এর ফলে উইন্ডোজ ভিসতার অনেক ফিচারই পাওয়া যাবে এক্সপিতে। দেখতে অবিকল ভিসতার মত।
অনান্য ডাউনেলোড লিংক:
http://vistamizer.uptodown.com/en
http://vistamizer.en.softonic.com
www.soft32.com/download_205350.html

১ Comments on "ভিসতার মত করুন উইন্ডোজ এক্সপিকে"

  1. আপনাকে যে কি বলে অভিনন্দন জানাব, তা ঠিক বুঝতে পারছি না। একদম SAME উইন্ডোজ ভিসতা। এর আগেও আপনার ওয়েবসাইট থেকে অনেক জিনিস করতে পেরেছি। যেমন আজ একটি পেলাম। এটি আমার ওয়েব সাইট http://fahimmurshed.wordpress.com/ জানি না, ওয়েব সাইটটি কেমন হয়েছে। নিজে নিজে চেষ্টা করে করেছি। ওয়েব সাইটি দেখার পর দয়া করে মন্ত্যব্য করে জানাবেন। ধন্যবাদ।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস