সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জিমেইলে মেইলের মাঝে ছবি নেওয়া

মেহেদী আকরাম | April 21, 2009, 2:56 PM

জিমেইলে ছবি পাঠাতে হলে সাধারণত তা এ্যটাচ করে পাঠাতে হয়। কিন্তু জিমেইল ল্যাবের Inserting Images এর সক্রিয় করা থাকলে এ্যটাচ করার পাশাপাশি আপনি ইমেইলের ম্যাসেজের ভিতরে ছবি স্থাপন করে মেইল করতে পারবেন। এজন্য জিমইেলে লগইন করে Settings > Gmail Labs গিয়ে Inserting Images ইনেবল করে সেভ করুন। এবার কম্পোজ বক্সের উপরে দেখবেন নতুন Insert Image আইকন এসেছে। এই আইকনে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে বা ছবির ওয়েব লিংক ব্যবহার করে লেখার মাছে ছবিটি স্থাপন করে মেইল করতে পারবেন।

৩টি মন্তব্য

  1. মেহেদী মাস্তান ভাই,
    আমার ছালাম নিবেন। আমি আপনার মতো এই ব্লকের একজন সদস্য হতে চাই কিন্তু কিছুতেই হতে পারছি না। তাই এই সময়ে আমি কিভাবে করবো আপনি বলে দেন।আর নিজের প্রতি খেয়াল নিবেন।

    সাইদুর রহমান
    জুনিয়ার এক্সিউটিভ
    বিজনেস ডেভোলপমেন্ট

  2. এই ব্লগের আমি একমাত্র সদস্য। আসলে এটা আমার ব্যাক্তিগত ব্লগ। তাই অন্য কারো সদস্য হবার সূযোগ নেই।
    ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করুন