সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজ এক্সপ্লোর কলামে ফোল্ডার সাইজ যুক্ত করা

admin | August 25, 2007, 4:22 PM

কোন ফোল্ডার/ড্রাইভ যখন Details view হিসাবে দেখি তখন উক্ত ড্রাইভের/ফোল্ডারের অধীনে থাকা ফোল্ডার এবং ফাইলগুলো দেখা যায়, যেখানে ফাইলের সাইজগুলো Size কলামে দেখা যায়। কিন্তু ফোল্ডারের সাইজ দেখা যায় না যা প্রয়োজনে হলে তা এক এক করে দেখে নিতে হয়। কিন্তু একটি ডিএলএল (ডাইনামিক লিংক লাইব্রেরী) ফাইলের সাহায্যে তা দেখার ব্যবস্থা করা যায়। এজন্য http://markd.mvps.org ওয়েবসাইট থেকে DirSize.dll ফাইলটি ডাউনলোড করে নিন। এখন DirSize.dll ফাইলটি Windows\System32 ফোল্ডারে রাখুন। এবার রানে (Start+R) গিয়ে regsvr32 dirsize.dll লিখে Ok করুন। এবার যেকোন ফোল্ডার/ড্রাইভের Details view দেখলে দেখবেন অতিরিক্ত ফোল্ডার সাইজ কলাম আসছে যেখানে ফোল্ডারের সাইজ দেখা যাচ্ছে (না আসলে view মেনু থেকে Column Settings -এ ক্লিক করে Folder Size সিলেক্ট করে Ok করুন)। এটি সুবিধা বাদ দিতে চাইলে রানে গিয়ে regsvr32 /u %Systemroot%\System32\Dirsize.dll লিখে Ok কারলেই হবে। এছাড়া http://prdownloads.sourceforge.net/foldersize/FolderSize-2.3.msi থেকে FolderSize-2.3.msi সফটওয়্যার ডাউনলোড করে ইনষ্টল করলেও হবে।

মন্তব্য করুন