ওয়েবসাইটে নিজের এলাকার সময় ও তারিখ
অনেক ওয়েবসাইটে বর্তমান সময় ও তারিখ দেওয়া থাকে কিন্তু ওয়েবসাইটের সময় ও তারিখ উক্ত কম্পিউটারের সময় ও তারিখ প্রদর্শন করে। ফলে কম্পিউটারের সময় ও তারিখ ভুল থাকলে ওয়েবসাইটেও ভুল দেখায়। কিন্তু আপনি ডেটএন্ডটাইম ডট কম ওয়েবসাইট থেকে আপনার নিজের এলাকার সময় ও তারিখের এইচটিএমএল কোড তৈরী করে আপনার ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করতে পারেন ফলে আপনার ওয়েবসাইট ব্যবহারকারীর কম্পিউটারে সময় এবং তারিখ যায় থাকুক না কেন আপনার সাইটে আপনার দেওয়া (নিজের এলাকার) সময় ও তারিখ দেখাবে। এজন্য www.timeanddate.com সাইটে ঢুকুন এবং কোন ঝামেলা ছাড়া সাধারণভাবে রেজিষ্ট্রেশন করুন। এবার নিচের দিকে Clock for Your Site or Blog এর Free Digital Clock লিংকে ক্লিক করুন। এবার Select location clock should show time for অংশে Location -এ Bangladesh – Dhaka সিলেক্ট করুন। এরপর Configure clock output অংশে Display date, Weekday, Month, Day, Between date and time, Hour, Seconds পছন্দমত সিলেক্ট করুন। এছাড়াও clock design, Borders, Padding, Background and alignment ইত্যাদি পছন্দমত পরিবর্তন করে নিতে পারেন। অবশেষে Show HTML for Clock বাটনে ক্লিক করলে নিচে HTML code আসবে যা কপি করে আপনার ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করতে পারবেন। ডেটএন্ডটাইম ওয়েবসাইট থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমান সময়, ক্যালেন্ডার, টাইম জোন ক্যালকুলেটর, ডেট ক্যালকুলেটর, সান মুন ক্যালকুলেটর, ক্রাউনডাউন ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করতে পারবেন এবং লিংক আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।
The Daily Online News Paper.
The Daily Dainik Sorejomin Barta.
http://www.sorejomin.com
The Daily Online News Paper.
The Daily Dainik Sorejomin Barta.
http://www.sorejomin.com