সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সমস্যা ও সমাধান

মেহেদী আকরাম | July 9, 2008, 12:48 AM

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৮টি মন্তব্য

  1. আমি যে অফিসে জব করি সেখানে সেখানে আমি Outlook Express ব্যবহারর করি। অনেক সময় Mail যায় না । এবং আসেও না। Server এর কোন সমস্যা নেই। আমি ওয়্যারলেস নেটওয়্যাক ব্যাবহার করি।

  2. মেহেদী ভাই, আমি এমন একটি ওয়ার্ডপ্রেসের প্লাগইনস চাচ্ছি যেটা দিয়ে ফেইসবুক থেকে কমেন্ট করতে পারবে এবং সেই কমেন্ট একই সাথে আমার ফ্যানপেজে যাবে। আর কমেন্টগুলি আমার হোস্টিং এ সেইভ হবে না। ফেইসবুকেই সেইভ হবে। আপনার এই প্লাগইনটির নাম জানতে পারি? এটার কাজ কি কি যদি বলতেন?

    1. আপনার কাছে কোনটা বেটার মনে হয় Facebook Comment এর জন্য? SEO Facebook Comment তো ডাটাবেজে সেইভ হবে। আপনি কোনটা ব্যবহার করছেন ?

    2. Rezwan Saki Alin মেহেদী ভাই, আমি আপাতত আমার ব্লগের জন্য SEO Facebook Comment ব্যবহার করছি। কিন্তু আপনি কোনটা করতাছেন সেটি জানতে চেয়েছিলাম। আর পরামর্শ চাচ্ছিলাম কোনটা বেটার হবে এর জন্য। আমার ডাটাবেজে থাকা নাকি ফেইসবুকেই থাকা। প্লিজ এটাই শেষ প্রশ্ন হবে এই ব্যপারে যদি আপনি ক্লিয়ার করে বলেন। প্লিজ…

  3. আমি কয়েক দিন আগে ইন্টারনেট কানেকশন নিয়েছে (১৮০)এবং তার ডাউনলোড ২২mb।
    আমি এখন আই পি স্ক্যান দিয়ে দেখলাম TTL=64 ।যখন আমি লাইন নিলাম তখন ছিল TTL=128, এখন এটার মানে কি?আমার লাইটা কি চুরি করা হচ্ছে। একটু দয়া করে বলবেন কি?

  4. আমি কয়েক দিন আগে কেবল ইন্টারনেট কানেকশন নিয়েছে (১৮০kbps)এবং তার ডাউনলোড সবোচ্চ ১৮ থাকে।আমি এখন আই পি স্ক্যান দিয়ে দেখলাম TTL=64 ।যখন আমি লাইন নিলাম তখন ছিল TTL=128, এখন এটার মানে কি?আমার লাইটা কি চুরি করা হচ্ছে।এটার সমাধান টা কি?একটু দয়া করে বলবেন কি?

  5. মেহেদী ভাই নমস্কার নেবেন। আবার আপনার সঙ্গে যোগাযোগ করছি। আমার কম্পুটারটি বায়োস্টার মাদারবোর্ড মডেল MCP6PB M2+, এএমডি স্যাম্প্রন ১৪০ প্রসেসর, রাম ১ জিবি ৮০০ ডিডিআর-২, ২৫০ জিবি হার্ডডিস্ক। হার্ডডিস্কটির ৪টি পার্টিশন হচ্ছে – (১) লোকাল ডিস্ক-সি ৫০ জিবি, (২) লোকাল ডিস্ক-ডি ৫০ জিবি, (৩) নিউ ভলুম-ই ৫০ জিবি এবং (৪) নিউ ভলুম-এফ ১০০ জিবি এবং ডিভিডি রাইটার-জি। এই কম্পুটারটি চারজন ব্যাবহার করে। একজনের কাজের সঙ্গে আরেক জনের কাজ মিশে থাকায় আসুবিধা হয়। এখন আমার প্রশ্ন হল (১) আমি চার নম্বর নিউ ভলুম-এফ ১০০ জিবিকে ৫০, ৫০ এ ভাগ করতে চাই। এতে কি হার্ডডিস্কের ক্ষতি হবে? (২) যদি না হয় তাহলে কিভাবে পার্টিশন করবো? কি নাম দেবো বিশদভাবে জানাবেন। (৩) ডিভিডি ড্রাইভ-জি এর নাম কি পাল্টানো যাবে? (৪) আরো ১ জিবি রাম লাগাতে চাই। তারপর কি উইন্ডোজ ৭ বা ৮ লাগানো যাবে? আমি আগেও আমার সমস্যার উত্তর পেয়েছি। এবারও এই সমস্যাগুলোর সমাধান দয়া করে জানাবেন। -বরুণ

  6. আমার সালাম নিবেন আশাকরি ভালো আছেন আমি এম এস অফিস 2007 এর সম্পুর্ন ব্যবহার নির্দেশিকা চাচ্ছি যদি দেন তাহলে উপকৃত হতাম।

  7. ভাই, ফেসবুকে ৫ হাজারের বেশি ফ্রেন্ডস করার উপায় কি।
    প্লিস একটু বলবেন

  8. কম্পি্উটার দ্বারা টেলিভিশন চ্যানেন চালাতে অনুষ্ঠান সিডিউল ও লেখা স্কোলিং করা যায় এমন একটি সফটওয়ারের সন্ধান দিলে খুবই উকৃত হব।

  9. সিডি রাইট প্রোটেকট কিভাবে করে?(যেন কেউ কপি করতে না পারে)

  10. ভাইয়া প্রথমে সালাম নিবেন। আমি ফেসবুকে একটা লাইক পেজ খুলতে চাই, কিন্তু কিভাবে খুলতে পারব ? আমাকে জানালে খুব উপকৃত হতাম ।

  11. আমার লেপটপে কোন বুট মেন্যু আসেনা । যদি রিষ্টার্ট করার পর F2 কিংবা Del কিংবা F12 চাপি তাহলে রিপেয়ার অপশন এসে যায় । এরকম আসে :Repair Your computer . Safe mode ইত্যাদি আসে। সর্বশেষে আসে :Start Windows Normally. বুট মেন্যু আসার উপায় থাকলে বলবেন।

  12. Assalamu Alaikum, Vaia ami onek kosto koreo khuje pacchi na je Microsoft Excel e kono 1ta shit toiry korar pore oi toirycrito shit theke ami kono kisu ber korbo but khuje khuje ber korte onek somoy lage tai onugroho kore jodi ektu bolten oi shit hote je kono kisu ber korar sohoj kono upai ase kina search ba onno kono kisu………..Dhonnobad

  13. মেহেদী ভাই এসআর ল্যাপটপের বায়োস পাসওয়ার্ড কিভাবে রিমোভ করতে হবে?
    (পাসওয়ার্ড দেওয়াতে নতুন উইন্ডোজ দিতে পারতেছিনা)

মন্তব্য করুন