অনলাইনের আয় থেকে ডোমেইন এবং হোষ্টিং
অনলাইনে বিভিন্নভাবে আয়ের সুযোগ থাকলেও বেশীরভাগের কপালে শেষ পর্যন্ত হাতে টাকা পয়সা এসে পৌছায় না। বিশেষ করে এ্যাডসেন্স ব্যবহার করে আয় করা বেশ কষ্ট। যদিনা আপনার সাইট খুবই জনপ্রিয় না হয়। তবে অক্সিটাউন ফোরাম থেকে রেফারেলের মাধ্যমে পয়েন্ট আয় করতে পারবেন। এছাড়া পোষ্ট করলেও পয়েন্ট আসবে। আর উক্ত পয়েন্টের মাধ্যমে আপনি ডোমেইন এবং হোষ্টিং কিনতে পারবেন। এজন্য গিয়ে http://oxytown.com/index.php?referrerid=13063 রেজিষ্ট্রেশন করুন। ব্যাস এবার করতে থাকুন ভাল ভাল পোষ্ট। আর আপনার পাওয়া রেফারেল আপনার সাইটে যোগ করেও পয়েন্ট বাড়াতে পারবেন।
ভাই পোষ্ট করতে পারছি না। দয়া করে বলবেন কি,
কি করে লেখা পোষ্ট করবো, একাউন্ট খোলার পর।
ধন্যবাদ।