এবারো মোবাইলে পাওয়া যাবে সাহ্‌রীর শেষ ও ইফ্‌তারীর এসএমএস

প্রতিবারের মত এবারো পবিত্র রমজান মাসে সাহ্‌রী শেষ সময় এবং ইফ্‌তারীর সময় এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাওয়া যাবে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। যারা ইতিপূর্বে http://bdcalendar.blogspot.com/ সাইটের ক্যালেন্ডার তাদের গুগল ক্যালেন্ডারে যুক্ত করেছেন এবং নোটিফিকেশন সেট করেছেন তারা সয়ংক্রিয়ভাবে এবারের মাহে রমজানের নোটিফিকেশন পাবেন আর যারা করেননি তারা করে করে নিতে পারেন। ক্যালেন্ডার সম্পর্কিত আরো তথ্য পাবেন www.shamokaldarpon.com/?p=1527 এখানে।

১ Comments on "এবারো মোবাইলে পাওয়া যাবে সাহ্‌রীর শেষ ও ইফ্‌তারীর এসএমএস"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস