সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মে, ২০২৩ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবারো মোবাইলে পাওয়া যাবে সাহ্‌রীর শেষ ও ইফ্‌তারীর এসএমএস

মেহেদী আকরাম | July 21, 2012, 8:52 AM

প্রতিবারের মত এবারো পবিত্র রমজান মাসে সাহ্‌রী শেষ সময় এবং ইফ্‌তারীর সময় এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাওয়া যাবে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। যারা ইতিপূর্বে http://bdcalendar.blogspot.com/ সাইটের ক্যালেন্ডার তাদের গুগল ক্যালেন্ডারে যুক্ত করেছেন এবং নোটিফিকেশন সেট করেছেন তারা সয়ংক্রিয়ভাবে এবারের মাহে রমজানের নোটিফিকেশন পাবেন আর যারা করেননি তারা করে করে নিতে পারেন। ক্যালেন্ডার সম্পর্কিত আরো তথ্য পাবেন www.shamokaldarpon.com/?p=1527 এখানে।

১টি মন্তব্য

মন্তব্য করুন