সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনেই ছবি সম্পাদন করা

admin | May 10, 2007, 10:02 AM

ছবি সম্পাদন করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ফটোশপ। কিন্তু আপনি যে কম্পিউটাররে বসে কাজ করছেন সেখানে যদি ফটোশপ বা এ জাতীয় কোন ছবি সম্পাদনকারী সফটওয়্যার না থাকে তাহলে কি করবেন! তবে আপনি অনলাইনে যুক্ত থাকলে ওয়েবসাইট থেকেই ছবি সম্পদনার কাজ সারতে পারবেন। www.pxn8.com, http://pixoh.com বা http://snipshot.com ওয়েবসাইট থেকে ছবি সম্পদনার দরকারী টুলসগওলো আছে যা দ্বারা আপনার প্রয়োজনীয় নকল কাজ চালিয়ে নেওয়া যাবে। এছাড়াও www.flickr.com বা www.23hq.com থেকে আপনার ছবিগুলো সহজে এবং দ্রুত আপলোড করে অন্যকে শেয়ার দেওয়া বা অনলাইন এ্যালবাম তৈরী করা যাবে।

মন্তব্য করুন