নিজের জন্য গুগল সার্চ ইঞ্জিন

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যবহার করেন অথচ গুগলে সার্চ করেননি এমন মানুষ বোধ হয় পাওয়া যাবে না। পৃথিবীর সকল ওয়েব সাইটের ঠিকানাই যেন এখানে সংরক্ষণ করা আছে। হাজার হাজার ওয়েব সাইটে গুগলের সার্চিং সুবিধা যুক্ত আছে। ওয়েব ডেভেলপরা ওয়েব সাইটে ডেভেলপ করার সময় গুগল সার্চ ইঞ্জিন যুক্ত করতে থাকেন। কিন্তু সখের বসে যারা সাইট তৈরী করেন বা ব্লগ ব্যবহার করেন এটা তাদের জন্য বেশ ঝামেলার। তবে সহজেই আপনি চাইলে আপনার ওয়েব সাইটে বা ব্লগে নিজের নামে গুগলের সাচিং সুবিধা রাখতে পারেন। এজন্য http://funnylogo.biz ঠিকানাতে ঢুকুন। এবার Step1: Enter Your Name অংশে আপনার নাম (সংক্ষিপ্ত হওয়া ভাল) লিখুন এবং Step 2: Choose a Style অংশ থেকে পছন্দের স্টাইলের অপশন বাটন সিলেক্ট করুন (স্টাইল পছন্দ না হলে আরো স্টাইলের জন্য More Logo Styles and Colors >> লিংকে ক্লিক করুন, সেক্ষেত্রে Step 3: Choose a Color থেকে পছন্দের রঙ সিলেক্ট করতে পারেন) অবশেষে Create My Search Engine বাটনে ক্লিক করলে আপনার সার্চ ইঞ্জিনের ওয়েব সাইট আসবে। এখন এড্রেসবার থেকে আপনার সার্চ ইঞ্জিনের ঠিকানা কপি করে আপনার নিজস্ব ওয়েব সাইটে বা ব্লগে ব্যবহার করতে পারবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস