সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সহজে ডেসিমেলকে রোমানে রুপান্তর করা

admin | May 11, 2008, 12:37 AM

মাইক্রোসফট এক্সেলে সহজে ডেসিমেল সংখ্যাকে রোমান সংখ্যাতে রুপান্তর করা যায়। তবে ঋনাত্বক সংখ্যা এবং ৩৯৯৯ এর বেশী সংখ্যাকে রোমানে রূপান্তর করা যায় না। =ROMAN(number,form) সিনটেক্স ব্যবহার করে আপনি ০-৩৯৯৯ ডেসিমেল সংখ্যার রোমান বের করতে পারেন। আপনি যদি ৪৯৯ সংখ্যার রোমান মান বের করতে চান তাহলে =ROMAN(499,0) লিখলেই হবে। আপনি form এর স্থলে ০ থেকে ৪ পর্যন্ত ব্যবহার করতে পারেন, এছাড়াও TRUE বা FALSE ব্যবহার করা যাবে। এমনকি কোন মান না বসালেও হবে। তবে form এর মানের উপরে ভিত্তি করে রোমান মান সংক্ষিপ্ত হবে।

মন্তব্য করুন