মায়ার জীবন

দুনিয়ায় চলেছি কত দাম্ভিকতায়
হয়তো থাকবো পরে জলাবদ্ধতায়
নিরব নিস্তব্ধ কোন এক কবরে,
ক্ষণিকের জীবনে কত আয়োজন
সবই মিছে এই মায়ার জীবন
ভেবেছি কি হবে মোর হাশরে!

সন্তান সন্ততি সাথে ধন সম্পদ
আরাম-আয়েস আর বিপদ-আপদ
সবই পরীক্ষা, ক্ষনিকের তরী,
শয়তানের খপ্পরে যেন না পরি কভু
ভুলে যেন না যায় তোমাই প্রভু
ইমান নিয়ে যেন মরতে পারি।
— ০৩ জুন ২০২১ —

One Comment on "মায়ার জীবন"

Leave a Reply to Lyrics ClubCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস