সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মায়ার জীবন

মেহেদী আকরাম | June 3, 2021, 4:45 PM

দুনিয়ায় চলেছি কত দাম্ভিকতায়
হয়তো থাকবো পরে জলাবদ্ধতায়
নিরব নিস্তব্ধ কোন এক কবরে,
ক্ষণিকের জীবনে কত আয়োজন
সবই মিছে এই মায়ার জীবন
ভেবেছি কি হবে মোর হাশরে!

সন্তান সন্ততি সাথে ধন সম্পদ
আরাম-আয়েস আর বিপদ-আপদ
সবই পরীক্ষা, ক্ষনিকের তরী,
শয়তানের খপ্পরে যেন না পরি কভু
ভুলে যেন না যায় তোমাই প্রভু
ইমান নিয়ে যেন মরতে পারি।
— ০৩ জুন ২০২১ —

১টি মন্তব্য

মন্তব্য করুন