আলাপ – আইপি কলিং এপ
মেহেদী আকরাম | March 26, 2021, 2:06 PM
অবশেষে এসে গেছে সরকারি আইপি কলিং এপ আলাপ। রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবেন ১৫ মিনিট ফ্রি টকটাইম।
সুবিধা :
- যেকোনো নম্বর (মোবাইল নম্বর বা ল্যান্ডলাইন ও টেলিফোন) এ ৩০ পয়সা মিনিট (ভ্যাট সহ ৩৪.৫ পয়সা)।
- বাংলাদেশ সরকারের তৈরি অ্যাপস তাই রিস্ক কম।
- ইন্সটল করলে ১৫ মিনিট ফ্রি টকটাইম।
- অ্যাপস টু অ্যাপস কথা বলুন একদম ফ্রি।
- ফ্রি চ্যাটিং।
- NID কার্ড দিয়ে verification করতে হবে।
- ক্রেডিট কার্ড, বিকাশ বা নগদ থেকে রিচার্জ করা যাবে।
- শিগগিরই চালু হবে আন্তর্জাতিক কল।
- ফ্রি আইপি নম্বর ০৯৬৯৬******।

সরকারি আইপি কলিং অ্যাপস “আলাপ” এন্ড্রোয়েড এবং আইওএস এ পাওয়া যাচ্ছে। এ্যাপটির ডাউনলোড লিংক: https://alaapbtcl.app.link/ShUCgOr2Veb
wow
Wow!! call rate is so cheap better then all other mobile operator .
Is this app working now?
খুব ভালো লাগলো লেখাটি পরে।