ল্যাপটপ কেনার আগে কি কি দেখবেন?
বর্তমান যুগে প্রযুক্তির আধিপত্য। তার মধ্যে ল্যাপটপ একটি বড় ভূমিকা পালন করছে। সহজে বহনযোগ্য হয়ায় স্টুডেন্টদের কাছে এটি অধিক জনপ্রিয়। এছাড়াও ছোট-বড় সব ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানেও এর ব্যাবহার অনেক। তাই ল্যাপটপ কেনার পূর্বে এ বিষয়ে জেনে নিন কিছু তথ্য।
প্রসেসর: ল্যাপটপ কিনার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নিন যে ঠিক কি কাজের জন্য আপনি ল্যাপটপটি কিনতে যাচ্ছেন। কেননা আপনার কাজের ধরনের উপরই প্রসেসর এর মান নির্ধারণ করতে হবে। যেমন আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করতে চান কিংবা কম্পিউটার এ মুভি দেখতে চান বা গান শুনতে চান তাহলে আপনার জন্য ডুয়েল কোর অথবা কোর আই থ্রি প্রসেসরই যথেষ্ট। মনে রাখবেন প্রসেসর এর ক্ষমতা যত বেশি হবে ল্যাপটপ এর দামও তত বেশিই হবে। কিন্তু যদি আপনি ল্যাপটপ এ গ্রাফিক্স এর কাজ করতে চান কিংবা এইচডি গেম খেলতে চান তাহলে আপনার আর উন্নত প্রসেসর এর দরকার হবে। যেমন কোর আই ৫, কোর আই ৭ ইত্যাদি।
র্যা ম: ল্যাপটপ গুলোতে ২ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র্যা্ম দেখা যায়। যদি আপনার বাজেট খুব অল্প হয় তাহলে আপনি ২ জিবি র্যা ম এর ল্যাপটপই নিতে পারেন। তবে বাজেট অনুযায়ী হলে ৪ জিবি র্যা্মই ভাল। আর ১৬ জিবি হলেতো কথাই নেই।
স্ক্রিন: স্ক্রিন যত বড় হয় তত ভালো। এক্ষেত্রে আপনি ১৫” স্ক্রিনের ল্যাপটপ নিতে পারেন। তবে আপনার যদি খুব বেশি যাতায়াত এর প্রয়োজন পড়ে তাহলে ১৩” কিংবা ১৪” ল্যাপটপও নিতে পারেন। এদিক দিয়ে এলসিডি ডিসপ্লে এর তুলনায় এলইডি ডিসপ্লেই ভালো।
সাইজ:
১১ থেকে ১২ ইঞ্চি – এ সাইজের ল্যাপটপগুলো সবচেয়ে হালকা ও পাতলা হয়। এগুলোর ওজন সাধারণত ২.৫ থেকে ৩.৫ পাউন্ড হয়ে থাকে।
১৩ থেকে ১৪ ইঞ্চি – বহনযোগ্যতা ও ব্যবহারযোগ্যতার দিক থেকে এই সাইজের ল্যাপটপগুলো সর্বোত্তম।
১৫ ইঞ্চি – এটি সবচেয়ে জনপ্রিয় সাইজ। আপনার যদি বড় স্ক্রীনের প্রয়োজন হয় এবং আপনি যদি ল্যাপটপ নিয়ে চলাচল করতে না চান তাহলে এই সাইজটি আপনার জন্য শ্রেয়।
স্টোরেজ: স্টোরেজ সাধারণত ২ ধরনের হয়। এসএসডি এবং হার্ডডিস্ক।
এসএসডি- এসএসডি মূলত কম্পিউটারের একধরনের ফ্ল্যাশ স্টোরেজ ব্যবস্থা। যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করে রাখা। ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ায় দিন দিন এই এসএসডির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে এবং হার্ড ড্রাইভ এর প্রচলন কমে আসছে। এসএসডিতে হার্ড ড্রাইভের মত কোন ডিস্ক থাকে না। এতে কয়েকটি ইলেকট্রিক চিপ থাকে যা ডাটা সংরক্ষনের কাজটি করে। এই এসএসডি স্টোরেজ ব্যবস্থা হার্ড ড্রাইভ এর তুলনায় অনেক দ্রুত কাজ করে।
এইচডিডি- হার্ড ডিস্ক বর্তমানে ২৫০ জিবি থেকে ২ টেরাবাইট পর্যন্ত পাওয়া যায়। এক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী হার্ডডিস্ক নিন। হার্ডডিস্ক নির্ধারণ করার সময় এর আরপিএম ভালো করে দেখে নিন। আরপিএম যত বেশি হবে ফাইল ট্রান্সফার এর গতি তত বেশি হবে।
গ্রাফিক্স: আপনি যদি কম্পিউটারে উচ্চমানের গেমস খেলতে চান কিংবা হাই-রেজুলেসন এর ভিডিও এডিটিং করতে চান তাহলে ডেডিকেটেড গ্রাফিক্স নিবেন। এক্ষেত্রে এর পারফর্মেন্স ভালো হবে। কিন্তু সাধারন কাজের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্সই যথেষ্ট। বাজারে বর্তমানে ২ – ৮ জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ পাওয়া যায় যা আপনাকে উচ্চ মানের গ্রাফিক্সের কাজ এবং হাই এন্ড থ্রিডি গেমগুলোতে অসাধারণ পারফর্মেন্স দিবে।
ডিভিডি/ব্লু-রে ড্রাইভ: যেহেতু সব সফটওয়্যার ও মুভি ডাউনলোড করা যায় তাই খুব কম ল্যাপটপেই অপটিক্যাল ড্রাইভ রয়েছে। আপনার পছন্দের ল্যাপটপটিতে যদি অপটিক্যাল ড্রাইভ না থাকে তাহলে একটি এক্সটারনাল ড্রাইভ কিনে নিতে পারবেন।
কীবোর্ড ও টাচপ্যাড চেক করুন: আপনি যদি ল্যাপটপে প্রচুর কাজ করার পরিকল্পনা করে থাকেন তাহলে কীবোর্ডের সলিড টেকটাইল ফিডব্যাক, ভারটিক্যাল ট্র্যাভেল (সাধারণত ১ থেকে ২ এমএম) এবং কিগুলোর মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে কিনা তা নিশ্চিত করুন। সঠিক টাচপ্যাড নির্বাচন করুন যা মাল্টি টাচ সংকেতে ধারাবাহিকভাবে সাড়া দেয়। খেয়াল রাখবেন যাতে টাচপ্যাডের কার্সার জাম্পি না হয়। আপনি যদি একটি বিজনেস ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে জি এবং এইচ বাটনের
মাঝে পয়েন্টিং স্টিক আছে এমন একটি ল্যাপটপ বাছাই করতে পারেন কারন এতে করে আপনি কীবোর্ডের হম রো থেকে হাত না সরিয়েই নেভিগেশনের কাজ করতে পারবেন।
নেটওয়ার্ক: ল্যাপটপ এ ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডিএমআই, ইউএসবি পোর্ট আছে কিনা এবং তার সংখ্যা কত তা ভালো ভাবে জেনে নিন। ইউএসবি ৩.০ এবং এইচডিএমআই ২.০ হল সর্বশেষ আবিষ্কৃত প্রযুক্তি।
ব্যাটারি ব্যাকআপ: ল্যাপটপ কিনার পূর্বে অবশ্যই এর ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে নিশ্চিত হয়ে নিন। ব্যাকআপ যত বেশি হবে আপনিও তত বেশি সুবিধা পাবেন। কেননা আমাদের দেশে লোডশেডিং এর সমস্যা খুব বেশি।
বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ব্রান্ড যেমন এইচপি, ডেল, আসুস, এসার ইত্যাদি খুবই জনপ্রিয়। আপনার চাহিদা অনুসারে আপনি যেকোনো ব্রান্ড বেছে নিতে পারেন এবং বর্তমান বাজার মূল্য দেখতে এখানে একবার ঢুঁ মেরে আসতে পারেন।
আমার মনে হয় এইচপি ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় ,আপনাদের কি মনে হয় ?
HP battery valo. Laptop o valo.
Beshi dam er sob laptop e valo hp, acer, dell sobgulai. amar mone hoy.
This is very essential posting in our practical life. So everybody realise it. Thanks for posting.
Hi Greetings!
Thanks for sharing this informative post.
dheke to khub hi bhalo laglo ai post ta khub hi bhalo laglo.
Thanks for sharing this informative post.
Very Important Post. Thanks For Share.
ami Laptop kinta chaccilam. valoi holo information gula jene.. Thanks
Thanks For Share
nice post
ওহ ভাই অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ন একটি টপিক বিস্তারিত আলোচনা করার জন্য।
nice post very helpful tnx
thanks
ধন্যবাদ খুব গুরুত্বপূ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য।
thanks for information
thank you
লেখাটি পড়ে অনেক কিছু জানলাম।
Ami HP support korchi. HP er products gulo onek valo. r Battery Life o valo jay.
Nice Post. thanks for your information.
Nice post. Thanks for share.