ব্লগের পোষ্ট তাৎক্ষনাৎ মেইল পাওয়া
কোন ব্লগে সাবসক্রাইব করা থাকলে উক্ত ব্লগে পোষ্ট করলে তা দিনের নির্দিষ্ট সময়ে মেইলে আসে। এজন্য ব্লগে একটি মেইল সাবসক্রাইব অপশন থাকে যা সাধারণত বিভিন্ন ফিড বার্নার দ্বারা করা হয়ে থাকে। তবে ব্যবহারকারীরা চাইলে ব্লগ কর্তৃপক্ষর তৈরী করা সাবসক্রাইব অপশন ছাড়াই ব্লগের পোষ্ট নোটিফিকেশন/সাবসক্রাইব তাৎক্ষনাৎ পেতে পারে। অর্থাৎ যখনই পোষ্ট করবে তখনই মেইলে চলে আসবে।
এজন্য www.blogtrottr.com সাইটে গিয়ে Getting Started অপশনে ওয়েবসাইটের ঠিকানা বা ফিডের ঠিকানা, ইমেলই ঠিকানা ড্রপডাউনে Realtime দিয়ে বাটনে FEED ME ক্লিক করুন। তাহলে মেইলে একটি নিশ্চিতকরণ মেইল আসবে। যদি ওয়েবসাইটের ঠিকানা দেন এবং সাইটে একাধিক ফিড/এটোম থাকে তাহলে সেগুলো দেখাবে এর মধ্যে যেটি দরকার সেই Subscribe বাটনে ক্লিক করুন।
এবার মেইলে আসা নিশ্চিতকরণ মেইলের লিংকে ক্লিক করলে উক্ত সাইটে কোন পোষ্ট করলে তা তাৎক্ষনাৎ মেইলে চলে আসবে।
সাবসক্রিপশন বন্ধ করতে চাইলে প্রাপ্ত মেইলের নিচে আন-সাবসক্রিপশন লিংকে ক্লিক করে বা blogtrottr.com সাইটে লগইন করে করা যাবে।