সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ক্যাসপারস্কি ২০১৩ এর সাথে ৯০ দিনের লাইসেন্স ফ্রি

মেহেদী আকরাম | May 27, 2012, 5:47 PM

ক্যাসপারস্কি তাদের ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর টেকনোলজি প্রিভিউ (বিটা) অবমুক্ত করেছে। পরীক্ষামূলক নতুন এই সংস্করণের সাথে দিচ্ছে ৯০ দিনের লাইসেন্স (ট্রায়াল)। ফলে যে কেউ ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ইনস্টল করে ৯০ দিন ব্যবহার করতে পারবেন। সাধারণত ট্রায়াল সংষ্করণ ৩০ দিনের হয়।
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ http://www.softpedia.com/get/Antivirus/Kaspersky-Internet-Security.shtml থেকে ডাউনলোড করা যাবে। এন্টিভাইরাসটি ইনস্টল করে ট্রায়াল সক্রিয় করলেই ৯০ দিনের লাইসেন্স পাওয়া যাবে। খুর শিগগিরই পূর্ণ সংস্করণ অবমুক্ত করবে ক্যাসপারস্কি।

মন্তব্য করুন