জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের সাইট ফেসুকের বতর্মান ব্যবহারকারী প্রায় ৯০ কোটি। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য ফেসবুক এন্টিভাইরাসের ৬ মাসের লাইসেন্স দিচ্ছে বিনামূল্যে। এসব এন্টিভাইরাস গুলো হচ্ছে ম্যাকআফি, নরটন এন্টিভাইরাস, মাইক্রোসফট সিকিউরিটি ইসেনশিয়াল (ফ্রি), ট্রেন্ড ম্যাক্রো ইন্টারনেট সিকিউরিটি (উইন্ডোজ এবং ম্যাক) এবং সফোস এন্টিভাইরাস (ম্যাক)।
ফেসবুক এ্যান্টিভাইরাস (এভি) মার্কেটপ্লেস এর আওতায় ব্যবহারকারীরা এ্যান্টিভাইরাসগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবে http://on.fb.me/FBAVMarketplace থেকে। এছাড়াও আরো বিস্তারিত জানা যাবে www.facebook.com/security থেকে।
বস্ এর টিউনগুলো আমার সবসময় ই ভালো লাগে !!
ধন্যবাদ