টুইটারের টুইট সরাসরি ফেসবুকে নেওয়া

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের টুইট ফেসবুকের প্রোফাইলে আপডেট করা যায় তৃতীয়পক্ষের বিভিন্ন এপিআই বা সাইটের মাধ্যমে। সমপ্রতি টুইটার তাদের টুইট ফেসবুকের প্রোফাইলে আপডেট করার সুবিধা দিয়েছে ফলে ফেসবুকের অ্যাকাউন্টটি কানেক্ট করলেই তা সরাসরি ফেসবুকের প্রোফাইলে আপডেট হতে থাকবে।
ধাপ১) টুইটারে লগইন করে উপরের ডানের নামের উপরে ক্লিক করে Settings এ ক্লিক করুন এবং Profile ট্যাবে ক্লিক করুন।
ধাপ২) এখন নিচের Facebook অংশে Post your Tweets to Facebook বাটনে ক্লিক করুন। ফেসবুকে লগইন করা না থাকলে Sign in to Facebook and connect your accounts বাটন আসবে, উক্ত বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এখন ফেসবুকের একটি লগইন উইন্ডো আসবে, ফেসবুকে লগইন করুন এবং Request to Permission উইন্ডোতে Allow বাটনে ক্লিক করুন।
ধাপ৪) তাহলে টুইটারের সাথে ফেসবুক প্রোফাইল কানেক্টেড হয়ে গেলো। এবার Save বাটনে ক্লিক করে সেভ করুন।
এখন থেকে এই টুইটার অ্যাকাউন্টে কোন টুইট হলে তা কানেক্ট করা ফেসবুকের প্রোফাইলে পোষ্ট হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস