গুগল প্লাস থেকে টুইট করা
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে টুইট করা যাবে এখন গুগল প্লাস থেকেও। এজন্য http://crossrider.com/install/529-google-tweet সাইটে গিয়ে Get Google+Tweet বাটনে ক্লিক করে প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। প্লাগইনটি ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার সমর্থন করে।
এবার গুগল প্লাসের হোম বাটনের (ট্যাবে) বাম দিকে টুইটার বাটন এসেছে। এই টুইটার বাটনে ক্লিক করে Sign in with Twitter বাটনে ক্লিক করতে হবে তাহলে নতুন উইন্ডো আসবে। এখানে টুইটারে লগইন করে Authorize App বাটনে করুন এবং উইন্ডোটি বন্ধ করুন। এবার মূল উইন্ডোতে এসে Sign in with Twitter এর নিচে GO বাটনে ক্লিক করুন। এখন এখান থেকে টুইটারের স্ট্যাটাসগুলো দেখা যাবে এবং স্ট্যাটাস আপডেট করা যাবে।