ফেসবুক চালু করলো টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সুবিধা
গুগলের পর এবার ফেসবুক টু-ফ্যাক্টর ভেরিফিকেশন বা অথেনটিকেশন চালু করলো। বাংলাদেশে গুগলের টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সমর্থন না করলেও ফেসবুকেরটা সমর্থন করে। ফলে ফেসবুকে লগইনের সময় পাসওয়ার্ডের পাশাপশি মোবাইলে প্রাপ্ত কোড দ্বারা লগইন সম্পন্ন করা। এর ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে ব্যবহারকারী রেহায় পাবে।
টু-ফ্যাক্টর চালূ করার জন্য ফেসবুকে লগইন করে Account > Account Settings > Settings > Account Security থেকে Login Approvals এর Require me to enter a security code sent to my phone চেক করতে হবে। এবার Next বাটনে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত কোড লিখে Next করতে হবে এবং Save বাটনে ক্লিক করে করতে হবে। যদি কোন মোবাইল যুক্ত করা না থাকে তাহলে যুক্ত করতে হবে।
এরপর থেকে ফেসবুকে নতুন কোন ডিভাইস (কম্পিউটার) লগইন করতে গেলে মেবাইলে একটি এসএমএস (কোড) আসবে। উক্ত কোড দিয়ে লগইন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফেসবুকে লগইন করা যাবে না।
I’ve signed up for Login Approvals but I was delete my recognized device in my account. So now I can’t login my account. please help me…
আমি আপনার কথা ঠিক বুঝতে পারেনি।
আমি কিছুদিন আগে ফেইসবুকে Login Approvals সার্ভিসটি চালু করেছিলাম। তখন থেকে আমি যখনই অন্য কোন Browser এ Login করতাম তখন ১টা sms আমার মোবাইলে আসতো। sms এর কোডটা দিয়ে আমি login করতাম। এটাতে আমি সন্তুষ্ট ছিলাম।কোড দিয়ে login করলেই browser টি Recognized device হিসাবে Login date অনুযায়ী save থাকতো। কিস্তু আমি ভুল করে Account > Account Settings > Settings > Account Security থেকে Login Approvals এর save করা Recognized device গুলো Remove করে দেই। এরপর আমি যখন Log out করেছিলাম তারপর থেকে আর Login করতে পারছিনা।
please help me…
Recognized device রিমুভ করলেতো কোন সমস্যা নাই। নতুন করে আবার ডিভাইসের (কম্পিউটার) নাম দিতে হবে এই আর কি।
আমি বুঝতেছিনা কিভাবে করবো। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কিভাবে নাম দিবো জানান।
bhai salam niben.
ami login approval korte pari nai.
sudu eai lekha ase
“your current firefox setting might make it hard to use login approvals”
help center e gia dakhsi kono kam hoi na.
ki kormu kisu e bujtasi na.
অন্য ব্রাউজার দ্বারা চেষ্টা করুন।