সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তারহীন চার্জার

admin | January 14, 2008, 11:06 PM

wildcharge.jpgতারহীন এই যুগে বহনযোগ্য ডিভাইস বা গ্যাজেট ব্যবহার বেড়েছে অনেক গুণে। কিন্তু এসব ডিভাইসে চার্জের ঝামেলা পোহাতে হয় চার্জারের ভিন্নতার কারণে। এসব ঝামেলা থেকে মুক্ত করতে ওয়াইল্ড চার্জার প্যাড এসেছে। এই প্যাডের উপরে সেলফোনের (বা অন্য ডিভাইস) পিছনের কভার খুলে এডাপটার যুক্ত করে প্যাডের উপরে রাখলে সয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে, যা ওয়াল প্লাগের মতই চার্জ হবে। তবে চার্জারের প্যাডটি তারের মাধ্যমে পাওয়ার পাবে যে কোন প্লাগ থেকে। মটোরলাসহ বেশ কিছু মডেলের জন্য ৮৯.৯৯ ডলারের এই প্যাড ও এডাপটার পাওয়া যাচ্ছে। এবিষয়ে বিস্তারিত জানা যাবে পণ্যের ওয়েব সাইট www.wildcharge.com থেকে।

মন্তব্য করুন