ওয়েবসাইটের স্লাইডশো তৈরী করা

কেউ আপনাকে একটি সাইটের লিংক দিলো অথচ আপনি লিংকটিতে গিয়ে দেখলেন একাধিক ওয়েব সাইট দেখা যাচ্ছে তাহলে তেমন হবে! ওয়েবসাইট স্লাউডশোর মতো দেখার নতুন এমনই এই সেবা দিচ্ছে www.bridgeurl.com। সাইটটিতে গিয়ে Give a Title এ শিরোনাম দিন। আপনি যদি শিরোনাম হিসাবে MehdiAkram দেন তাহলে আপনার লিংক হবে www.bridgeurl.com/MehdiAkram। যদি লিংকটি খালি থাকে, খালি না থাকলে সংখ্যা যুক্ত হবে। যেমন, www.bridgeurl.com/MehdiAkram-1। এবার List URLs (One per line) এ ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http:// সহ) দিন। একটি ঠিকানা লেখার পরে এন্টার করে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে। সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরী হলে গেলো। এখন উক্ত তৈরীকৃত ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েব সাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাম Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে। রেজিষ্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তীতে তৈরী করা স্লাইড লিংকে কোন সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।

১ Comments on "ওয়েবসাইটের স্লাইডশো তৈরী করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস