সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এখন থেকে অভ্রতে অ্যানসিতে (ANSI) বাংলা লেখা যাবে

মেহেদী আকরাম | October 14, 2010, 8:54 AM

জনপ্রিয় ফ্রি বাংলা লেখার সফটওয়্যার অভ্র দ্বারা শুধুমাত্র ইউনিকোডে বাংলা লেখা যেত। কিন্তু অভ্র এর নতুন বিটা সংস্করণ ৫.০.৭ থেকে (অবমুক্ত হয়েছে ৫ অক্টোবর ২০১০) ইউনিকোডের পাশাপাশি অ্যানসিতেও বাংলা লিখা যাবে। ফলে এখন থেকে বিজয় বা অনান্য অ্যানসিতেও বাংলা কীবোর্ড কমিপউটারে ইনস্টল না থাকলেও হবে। তবে অভ্র সফটওয়্যারের সাথে কোন অ্যানসিত সমর্থিত ফন্ট বিতরণ করা হয় না।
ইউনিকোড এবং অ্যানসিতে পরিবর্তন করতে চাইলে অপশনস মেনু থেকে Output as ANSI (Are you sure?) এ ক্লিক করলেই হবে। আর ইউনিকোড আসতে Output as Unicode (Recommended) এ ক্লিক করতে হবে। অভ্র সফটওয়্যাটি পাওয়া যাবে www.omicronlab.com থেকে।

মন্তব্য করুন