সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়েবসাইট থেকে ছবি দ্বারা ফ্লাশ স্লাইডশো তৈরী করা

মেহেদী আকরাম | September 21, 2010, 1:28 AM

ছবি দ্বারা স্লাইডশো তৈরী করার বিভিন্ন সফটওয়্যার আছে। তবে খুব সহজেই ওয়েবসাইট থেকেও ছবির স্লাইডশো তৈরী করা যায়। স্লাইডশো তৈরী এমনই একটি ওয়েবসাইট হচ্ছে ফ্রৌবি স্লাইডশো মেকার। স্লাইডশো তৈরী করতে প্রথমে www.frobee.com সাইটে ঢুকে Add Photos বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে। ছবিগুলো একই সাইজের হলে ভাল হয়। ইচ্ছামত যতখুশি ছবি আপলোড করার পরে Photos অংশ থেকে ছবি ক্লিক করে উপরে Transition, Display এবং Position: ইচ্ছামত নির্বাচন করতে হবে তাহলে ছবিগুলোর স্লাইড উপরে প্রিভিউ দেখাবে। এক এক করে প্রতেকটা ছবির উপরে ক্লিক করে Transition নির্বাচন করতে হবে। চাইলে Photos অংশ থেকে ড্রাগ-ড্রপ করে ছবির ধারাবাহিকতা পরিবর্তন করা যাবে। ছবির Size, Player, Captions পরিবর্তন করতে চাইলে Settings ক্লিক করে পরিবর্তন শেষে Apply বাটনে ক্লিক করলেই হবে। সর্বশেষে Save বাটনে ক্লিক করে জিপ ফাইল ডাউনলোড করতে হবে। এই জিপ ফাইল আনজিপ করলে SWF ফাইলসহ একটি HTML এর নমুনা ফাইল পাওয়া যাবে।

মন্তব্য করুন