সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিভিন্ন অনলাইন ম্যাগাজিন বা পত্রিকার তথ্য আসবে মেইলে

মেহেদী আকরাম | September 7, 2010, 12:37 PM

কেউ যদি তথ্য প্রযুক্তির সর্বশেষ সংবাদ জানতে চাই বা পত্রিকার সংবাদ কিংবা তথ্য প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগসাইটের সংবাদ জনতে চাই তাহলে প্রতিদিন পছন্দের এসকল বিষয়ভিত্তিক ওয়েবসাইট দেখতে হবে। কিন্তু ওয়েবসাইটে না গিয়েই যদি মেইলে সর্বশেষ তথ্য পাওয়া যায় তাহলে কেমন হয়! বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগসাইটে ফেড সাবসক্রাইব করার সুবিধা আছে। তবে আলাদা আলাদা সাইটে ঢুকে সাবসক্রাইব না করে একটি ওয়েবসাইট থেকেও জনপ্রিয় বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন বা ব্লগসাইটে সাবসক্রাইব করা যাবে। এজন্য http://freenewslatter.blogspot.com এ গিয়ে How Get Newslatter বাটনে ক্লিক করে জেনে নিতে হবে কিভাবে ফেড সক্রিয় করতে হয়। এরপরে দরকারি ওয়েবসাইটের ফেড সক্রিয় করলে উক্ত সাইটে তথ্য হালনাগাত হওয়া মাত্রই মেইলে চলে আসবে।

১টি মন্তব্য

  1. মেহেদী ভাই আমি গত মাসে আপনাদের এই সাইট থেকে একটি ওয়েব সাইটের ঠিকানা পেয়েছিলা, সেখানে ওয়েব সাইটে বসে নিজের ছবিকে বিভিন্ন ডিজাইনে আর্ট করা যায় (হাতে আর্ট করার মত) আমি ঐ ওয়েব সাইটের ঠিকানা টা ভূলে গেছি, যেমন একটি পাসপোর্ট সাইজের ছবি হুবহু , হাতে আর্ট করার মত হবে। আমাকে উক্ত ওয়েব সাইটের লিংটি পাঠিয়ে দেবেন প্লিজ………

মন্তব্য করুন