সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই এভাষ্ট আনইনস্টল করা

মেহেদী আকরাম | August 30, 2010, 6:49 PM

ফ্রি এন্টিভাইরাসের মধ্যে এভাষ্ট বেশ জনপ্রিয়। কিন্তু বিভিন্ন প্রয়োজনে এভাষ্ট আনইনস্টল করার দরকার হয়। বেশীরভাগক্ষেত্রে দেখা যায় এভাষ্ট Add/Remove Programs থেকে আনইনস্টল করা যায় না এমনকি সাধারণভাবে প্রোগ্রামস ফাইল থেকে মুছে ফেললেও হয় না। এমতবস্থায় এভাষ্ট রিমুভ করা যাবে এভাষ্ট আনইনস্টল ইউটিলিটি দ্বারা। এভাষ্ট আনইনস্টল ইউটিলিটি টুলটি www.avast.com/uninstall-utility থেকে ডাউনলোড করে কম্পিউটারটি সেভ মুডে (বেশীরভাগ কম্পিউটারে রিস্টার্ট করার পরে F8 চাপলেই হয়) চালু করতে হবে। এরপরে ডাউনলোড করা aswClear টুলটি চালু করুন এবং REMOVE বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করলেই হবে।

২টি মন্তব্য

  1. আরেক ভাবে মনে হয় করা যায়
    তা হল সেইফ মুডে গেলে,

    তাও যদি না থাকে তাহলে প্রোগ্রাম ফাইল থেকে ডিলেট আর সাথে সাথে রেজিষ্ট্রি থেকেও ব্যাস রিস্টার্ট

    কি বলেন মেহেদি ভাই?

    1. আমিতো সেভ মুডের কথাই বলেছি। তবে সবার জন্য রেজিস্ট্রিতে ঢোকা ঠিক না। তার চেয়ে আনইনস্টল ইউটিলিটি টুলটি উত্তম।

মন্তব্য করুন