অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ব্যবহার করেন অথচ ভাইরাসে আক্রান্ত হননি এমন ব্যবহারকারী মনে হয় পাওয়া যাবে না। ভাইরাস থেকে কম্পিউটারকে নিরাপদ রাখতে প্রায় সকলেই বিভিন্ন এ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন এ্যান্টিভাইরাসের লাইসেন্স কপি বিক্রি হয়। এসব এন্টিভাইরাসের বাজারও ভালো, যার মধ্যে সবচেয়ে বেশী বিক্রি হয় ক্যাসপারস্কি। ক্যাসপারস্কি না কিনেও ক্যাসপারস্কি এর ভাইরাস রিমুভাল টুল দ্বারা কম্পিউটারের ভাইরাস দুর করা যায়। ফ্রি ৭০ মেগাবাইটের এই টুলসটি http://support.kaspersky.com/viruses/utility থেকে ডাউনলোড করা যাবে। এতে সর্বশেষ সংস্করণের সাথে সর্বশেষ ভাইরাস ডেফিনেশন যুক্ত করা থাকে। এই ভাইরাস রিমুভাল টুল অনান্য এন্টিভাইরাসের পাশাপাশি ইনস্টল করে ব্যবহার করা যায়। এছাড়াও এই সাইটে বেশ কিছু নির্দিষ্ট ভাইরাস পরিস্কার করার জন্য নির্দিষ্ট রিমুভাল টুলস রয়েছে।
উইনডোজ যদি কোন অবস্থায় ভাইরাস এর শিকার হয়ে স্টার্ট না হয়, তাহলে এই তূল ব্যবহার করে কী ভাইরাস রিমুভ করা সম্ভব?
হ্যা।
Forbidden.
Access to the requested resource was forbidden.
ডাউনলোড এ ক্লিক করলে ওপরের গান শোনায়।
আবার চেষ্টা করে দেখুন।
৭০ এমবি ডাউনলোড তো এক বার-ই করবো, সেটা কী পরের বছর ইউজ করা যাবে?
ব্যবহার করা যাবে। তবে পরবর্তীতে ডাউনলোড করলে আপডেটেডটা ডাউনলোড করতে পারবেন।
GOOD WORK……….THANKS সমকাল দর্পণ