সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মাইক্রোসফট অফিসের অনলাইন সুবিধা এখন স্কাই ড্রাইভে

মেহেদী আকরাম | June 9, 2010, 8:22 AM

অপারেটিং সিস্টেম হিসাবে মাইক্রোসফটের উইন্ডোজ জনপ্রিয়তার শীর্ষে। আর অফিস হিসাবে মাইক্রোসফট অফিস এ কাথা বলাই বাহুল্য। অনলাইনে অফিস সোয়ীট হিসাবে গুগল ডক্স ছাড়াও বিভিন্ন অফিস সোয়ীটের মধ্যে মাইক্রোসফটের অফিস সোয়ীট অন্যতম। মাইক্রোসফটের এই অফিস সোয়ীটে এখনে থেকে ব্যবহৃত ফাইল সংরক্ষণ করলে ২৫ গিগাবাইটের স্কাই ড্রাইভে (http://skydrive.live.com) সংরক্ষিত হবে। মাইক্রোসফটের অফিস সোয়ীটের ঠিকানা হচ্ছে http://office.live.com। এখানে অফিসের সর্বশেষ সংস্করণের আদলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়াননোট সুবিধা রয়েছে। এই অনলাইন অফিসের ফাইল সহজেই শেয়ার করা যাবে।

৩টি মন্তব্য

  1. মেহেদী ভাই সালাম নিবেন আমার পিসি চালু থাকার সময় বারবার USB Device Not Recognized দেখায়।কি করলে বনধ হবে তা আসা করি জানাবেন।

      1. মেহেদী ভাই ধন্যবাদ আমার সমস্যা সমধান হয়েছে।

মন্তব্য করুন