সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়ার্ডপ্রেসের জন্য বিটডিফেন্ডারের ‘অ্যান্টিস্প্যাম’ প্লাগইন

মেহেদী আকরাম | May 26, 2010, 10:42 PM

জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসে মন্তব্যের স্প্যাম ঠেকাতে বেশ কিছু অ্যান্টিস্প্যাম প্লাগইন রয়েছে। সমপ্রতি জনপ্রিয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার ওয়ার্ডপ্রেসের জন্য অ্যান্টিস্প্যাম প্লাগইন অবমুক্ত করেছে। এটি অনান্য অ্যান্টিস্প্যাম প্লাগইন থেকে বেশী কাজে দেবে এবং এর জন্য কোন এপিআই ব্যবহার করতে হবে না। প্লাগইনটি http://labs.bitdefender.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন