ওয়ার্ডপ্রেসের জন্য বিটডিফেন্ডারের ‘অ্যান্টিস্প্যাম’ প্লাগইন
জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসে মন্তব্যের স্প্যাম ঠেকাতে বেশ কিছু অ্যান্টিস্প্যাম প্লাগইন রয়েছে। সমপ্রতি জনপ্রিয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার ওয়ার্ডপ্রেসের জন্য অ্যান্টিস্প্যাম প্লাগইন অবমুক্ত করেছে। এটি অনান্য অ্যান্টিস্প্যাম প্লাগইন থেকে বেশী কাজে দেবে এবং এর জন্য কোন এপিআই ব্যবহার করতে হবে না। প্লাগইনটি http://labs.bitdefender.com থেকে ডাউনলোড করা যাবে।