জনপ্রিয় ব্লগিং সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। যারা নিজস্ব হোস্টে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছেন তারা চাইলে ইচ্ছামত পরিবর্তন করতে পারেন। ব্যাবহারকারীরা অনেক সময় ব্লগের লেখা প্রিন্ট করতে চাই, তারা সাধারণত File > Print গিয়ে প্রিন্ট করে ফলে সাইটের মূল লেখা ছাড়াও হেডার, ফুডার, সাইডবার ইত্যাদি প্রিন্ট হয়। এ থেকে মুক্তি পেতে ব্লগে Print Mode যুক্ত করা যেতে পারে যাতে শুধুমাত্র মূল লেখাটি দেখাবে যা থেকে ব্যবহারকারীরা প্রিন্ট করতে পারে।
> এজন্য প্রথমে Pages > Add New গিয়ে একটি পেজ তৈরী করুন এবং পেজের সৱাগ read দিন (যেমন, www. shamokaldarpon.com/read)|
> এবার .htaccess এর ফাইলটি খুলে তাতে নিচের লাইনটি যোগ করুন।
RewriteRule ^read/([0-9]+)/?$ /read/?u=$1 [QSA,L]
> এরপরে http://db.tt/mQLlUNTu থেকে ডাউনলোড করা page-read.zip ফাইলটি আনজিপ করে page-read.php ফাইলটি থীমের ফোল্ডারে আপলোড করুন।
> এখন পোস্টের যে স্থানে লিংকটি রাখতে চান সেখাবে নিচের কোড দিন।
<a href="/read/<?php the_ID(); ?>/">Print Mode</a>
এবার Print Mode লিংকে ক্লিক করলে পোষ্টটি হেডার, ফুডার, সাইডবার ছাড়াই দেখাবে।
thanks you