বাংলা ভাষা যুক্ত হলো ‘কন্টাক্ট ফরম ৭’ এ

ব্যাক্তিগত ওয়েবসাইট বা ব্লগ তৈরীতে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জনপ্রিয় প্লাগইনের মধ্যে কন্টাক্ট ফরম ৭ অন্যতম। এতে সমপ্রতি বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। কন্টাক্ট ফরম ৭ এর সুবিধা হচ্ছে এই ফরম পূরণ করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
কন্টাক্ট ফরম ৭ এর অফিসিয়াল ওয়েব সাইট হচ্ছে www.contactform7.com। আর প্লাগইনটি ওয়ার্ডপ্রেসের http://wordpress.org/extend/plugins/contact-form-7/ থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন।
ওয়ার্ডপ্রেসের ভাষা বাংলা (wp-config.php ফাইলে define (‘WPLANG’, ‘bn_BD’);) থাকলে সয়ংক্রিয়ভাবে কন্টাক্ট ফরম ৭ এর বাংলা কাজ করবে। আর ভাষা নির্ধারণ না থাকলে কন্টাক্ট ফরম তৈরীর সময় ম্যানুয়ালী বাংলা ভাষা নির্বাচন করা যাবে।

৪ Comments on "বাংলা ভাষা যুক্ত হলো ‘কন্টাক্ট ফরম ৭’ এ"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস