সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নির্দিষ্ট সময়ে টুইটারে স্ট্যাটাস আপডেট করা

মেহেদী আকরাম | April 24, 2010, 12:17 PM

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যদি নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস আপডেট হতো তাহলে কেমন হতো! তাহলে একসাথে পছন্দমত বিভিন্ন টুইট বিভিন্ন তারিখে জন্য সিডিউল করে রাখা যেত। এসব সুবিধা নিয়ে এমনই এক সাইট হচ্ছে টুইটভাইজার ডট কম। এখানে সিডিউল টুইট আপডেট করার পাশাপাশি সরাসরি স্ট্যটাস, পোস্ট করা স্ট্যাটাসের প্রতিউত্তর ইত্যাদি আলাদাভাবে দেখা যায়। এজন্য www.tweetvisor.com সাইটে গিয়ে Sign in with Twitter বাটনে ক্লিক করুন। এখন টুইটারের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন এবং Allow বাটনে ক্লিক করে সাইটে প্রবেশ করুন। এবার Tweet now or Schedule… এ ক্লিক করে টেক্স বক্সে স্ট্যটাস লিখে Schedule* এ ক্লিক করুন তাহলে টেক্স বক্সটির উপর থেকে তারিখ, সময় এবং সময় জোন নির্বাচন করে বাটনে ক্লিক করুন। এভাবে আরো স্ট্যাটস আপডেট করা যাবে।

মন্তব্য করুন