পহেলা বৈশাখ ১৪১৭ থেকে যাত্রা শুরু করছে নতুন একটি বিনোদন মূলক বাংলা ফোরাম ‘এইমরাজ ফোরাম’। এই ফোরামে বিনোদনের সাথে সাথে বিভিন্ন ক্যাটাগরীতে রয়েছে স্বাগতম বিভাগ (নোটিশ বোর্ড, সমস্যা সমাধান, কুশল বিনিময়), বিনোদন বিভাগ (বাংলার গান, বাংলা ভিডিও), রাজনীতি ও অর্থনীতি বিভাগ (যুদ্ধাপরাধ ট্রাইবুনাল, রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি), সাহিত্য বিভাগ (বাংলা বই, ধর্মীয় আলোচনা, সাহিত্য-সংস্কৃতি, খেলাধূলা), বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (বিজ্ঞান, ওয়েব ডিজাইন, কম্পিউটার ও মোবাইল), হ-য-ব-র-ল বিভাগ (কৌতুক এর ভুবন, অদল-বদল/বিজ্ঞাপন, বিবিধ) ইত্যাদি। এছাড়াও ব্যবহারকারীদের চাহিদামত পরিবর্তন করা হবে। ফোরামটির ঠিকানা হচ্ছে www.forum.aimraj.com আর যেকোন বিষয়ে মেইল করতে পারবেন [email protected] ঠিকানাতে।
মেহদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ…
এই সাইটটাতো ইংরাজি বাংলায় হলে ভালো হত।
বাংলা ফোরামের বহরে http://www.kazirhut.com যোগ করা যায়।
nice