ফ্রি গুগল ওয়েভ ইনভাইটেশন

অনেক গুগল ওয়েভের ইনভাইটেশন পাইনি বলে জানিয়েছেন। প্রাথমিক ভাবে ৮ জনকে ইনভাইট করা যায়। সেগুলো অনেক আগেই শেষ হয়েছে। এরপরেও যাদের ইনভাইটেশন লাগবে তারা জানান। মন্তব্যে ইমেইল ঠিকানা দেবার দরকার নেই। যে ইমেইল ব্যবহার করে মন্তব্য করবেন সেই ইমেইলে ইনভাইট পাঠানো হবে।
এছাড়াও https://services.google.com/fb/forms/wavesignup/ এখান থেকে রিকোয়েষ্ট করতে পারেন, ইনভাইটেশন পাবার সম্ভাবনা আছে।
গুগল ওয়েভের মূল সাইট http://wave.google.com

১৩ Comments on "ফ্রি গুগল ওয়েভ ইনভাইটেশন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস