সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফ্রি গুগল ওয়েভ ইনভাইটেশন

মেহেদী আকরাম | December 10, 2009, 8:21 PM

অনেক গুগল ওয়েভের ইনভাইটেশন পাইনি বলে জানিয়েছেন। প্রাথমিক ভাবে ৮ জনকে ইনভাইট করা যায়। সেগুলো অনেক আগেই শেষ হয়েছে। এরপরেও যাদের ইনভাইটেশন লাগবে তারা জানান। মন্তব্যে ইমেইল ঠিকানা দেবার দরকার নেই। যে ইমেইল ব্যবহার করে মন্তব্য করবেন সেই ইমেইলে ইনভাইট পাঠানো হবে।
এছাড়াও https://services.google.com/fb/forms/wavesignup/ এখান থেকে রিকোয়েষ্ট করতে পারেন, ইনভাইটেশন পাবার সম্ভাবনা আছে।
গুগল ওয়েভের মূল সাইট http://wave.google.com

১৩টি মন্তব্য

  1. ভাইয়া আমার এটি প্রয়োজন। প্লীজ পাঠাবেন কিন্তু

  2. ভাইয়া অামার একটা লাগবে। অামাকে একটা পাঠিয়ে দিয়েন প্লিজ। ধন্যবাদ।

মন্তব্য করুন