ফ্রি গুগল ওয়েভ ইনভাইটেশন
অনেক গুগল ওয়েভের ইনভাইটেশন পাইনি বলে জানিয়েছেন। প্রাথমিক ভাবে ৮ জনকে ইনভাইট করা যায়। সেগুলো অনেক আগেই শেষ হয়েছে। এরপরেও যাদের ইনভাইটেশন লাগবে তারা জানান। মন্তব্যে ইমেইল ঠিকানা দেবার দরকার নেই। যে ইমেইল ব্যবহার করে মন্তব্য করবেন সেই ইমেইলে ইনভাইট পাঠানো হবে।
এছাড়াও https://services.google.com/fb/forms/wavesignup/ এখান থেকে রিকোয়েষ্ট করতে পারেন, ইনভাইটেশন পাবার সম্ভাবনা আছে।
গুগল ওয়েভের মূল সাইট http://wave.google.com।
মেহেদী ভাই, আমার লাগবে। আমারে পাঠাইয়েন কিন্তু…..
পাঠিয়েছি। পেতে কিন্তু দেরী হয়। পাবেন নিম্চিত।
ওকে অবশ্যই অপেক্ষা করব। পাঠানোর জন্য ধন্যবাদ।
মেহেদী আকরাম ভাই, এইমাত্র পেলাম। ধন্যবাদ সাহায্য করার জন্য……….
ভাইয়া আমার এটি প্রয়োজন। প্লীজ পাঠাবেন কিন্তু
শেয়ার করার জন্য ধন্যবাদ
ভাইয়া আমার এটি প্রয়োজন। প্লীজ পাঠাবেন কিন্তু ও আর আমার সাইটে ভিজিন করতে ভুলবেন না আমার সাইট
http://www.ahsanali.co.cc
আমার ও লাগবে ।
please give me
ভাইয়া অামার একটা লাগবে। অামাকে একটা পাঠিয়ে দিয়েন প্লিজ। ধন্যবাদ।
যারা ইনভাইটেশন পেয়েছেন তাদের উচিৎ ফিডব্যাক দেওয়া।
ভাই আমার লাগবে প্লিজ আমাকে একটা পাটাবেন।
মেহেদী ভাই আমার লাগবে,প্লিজ ——-