SWF ফাইল সম্পাদনা করা
SWF বা শকওয়েভ ফ্লাশ ফাইল বেশীভাগ ক্ষেত্রে ওয়েব সাইটে ব্যবহার করা হয়। ফ্লাশে তৈরী করা এই এ্যানিমেটেড ফাইল সাধারণত সম্পাদনা করা যায় না। কোন সফটওয়্যার দ্বারা যদি SWF ফাইল পরিবর্তন করা যেত তাহলে বেশ ভালই হতো।
SWF ফাইল সম্পাদন করার এমনই এক ফ্রিওয়্যার সফটওয়্যার হচ্ছে Swf Modify| মাত্র ১.৫৩ মেগাবাইটের এই সফটওয়্যার দ্বারা সহজেই SWF ফাইলটির চলতি ফ্রেম বা সকল ফ্রেম সম্পাদনা করা যাবে। এছাড়াও নির্দিষ্ট আইটেম, অডিও ক্লিপ, মুভি ক্লিপ মুছে দেওয়া, প্রতিস্থাপন করা বা এক্সপোর্ট করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণেই চলবে। সফটওয়্যারটি www.swfmodify.com থেকে ডাউনলোড করা যাবে।
তাই নাকি। আমিতো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি এই কাজের জন্য। এখন আর করব না।
Really?
মেহেদি ভাই, আচ্ছা অনলাইন থেকে কোন ফ্লাশ গেম কি কম্পিউটারে কি সেভ করার ব্যবস্থা আচ্ছে । জানালে উপকৃত হতাম।
আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারে গেম খেলেন তাহলে Temporary ফোল্ডারে swf ফরম্যাটে পাবেন।
C:\Documents and Settings\ইউজার নেম\Local Settings\Temporary Internet Files
উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মেহেদি ভাই, টেকটিউনে আসনে না কেন।
খুব কি জরুরী।
ভাই আমি কি xtml ফাইল কে এডিট করতে পারব..এবং তা পূনরাই আমার blogspot.com এ দেতে পারব? একটু বুঝাবেন ভাই….