লুকিয়ে রাখুন এক্সেলের ওয়ার্কশীট
মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করলে অনেক সময় ওয়ার্কশীট লুকিয়ে রাখতে পারলে সুবিধা হয়। খুব সহজেই যেকোন ডকুমেন্টের যেকোন ওয়ার্কশীট লুকিয়ে রাখা যায়। এজন্য এক্সেলে নির্দিষ্ট ফাইলটি চালু করে Alt+F11 চাপুন তাহলে ভিজ্যুয়াল বেসিক এডিটর চালু হবে। এখানে বাম পাশের প্যানেলে (VBA Project) যে ওয়ার্কবুকটি লুকাতে চান তা নির্বাচন করে Properties এর Visible থেকে 0 -x SheetHidden বা 2 -x SheetVeryHidden নির্বাচন করুন তাহলে উক্ত শীটটি আর দেখা যাবে না। আর শীটটি আবার দেখতে চাইলে Visible থেকে -1 -x SheetVisible নির্বাচন করলেই হবে।