সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লুকিয়ে রাখুন এক্সেলের ওয়ার্কশীট

মেহেদী আকরাম | September 11, 2009, 9:55 PM

মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করলে অনেক সময় ওয়ার্কশীট লুকিয়ে রাখতে পারলে সুবিধা হয়। খুব সহজেই যেকোন ডকুমেন্টের যেকোন ওয়ার্কশীট লুকিয়ে রাখা যায়। এজন্য এক্সেলে নির্দিষ্ট ফাইলটি চালু করে Alt+F11 চাপুন তাহলে ভিজ্যুয়াল বেসিক এডিটর চালু হবে। এখানে বাম পাশের প্যানেলে (VBA Project) যে ওয়ার্কবুকটি লুকাতে চান তা নির্বাচন করে Properties এর Visible থেকে 0 -x SheetHidden বা 2 -x SheetVeryHidden নির্বাচন করুন তাহলে উক্ত শীটটি আর দেখা যাবে না। আর শীটটি আবার দেখতে চাইলে Visible থেকে -1 -x SheetVisible নির্বাচন করলেই হবে।

মন্তব্য করুন