ই-বুক পড়া যাবে কিন্ডলে

ইলেক্ট্রনিক বুক বা ই-বুক সম্পর্কে আমরা কম বেশী সকলেরই ধারণা আছে। সাধারণত এগুলো পড়তে হয় কম্পিউটারের মাধ্যমে। কিন্তু কম্পিউটার ছাড়াই ই-বুক পড়ার জন্য আমাজন (অনলাইনের সবচেয়ে বড় বাজার) কিন্ডল নামের তারহীন ই-বুক রিডার ১৯ নভেম্বর থেকে বাজারজাত করেছে। তারহীন কিন্ডলের ইন্টারনাল মেমোরিতে ২০০ এর অধিক ই-বুক রাখা যাবে এবং প্রয়োজনে মেমোরি কার্ড যোগ করা যাবে। এছাড়াও কিন্ডেলের মালিকরা বিনাখরচে এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন কিন্তু আমাজনের নেটওয়ার্ক প্রবেশের জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। এছাড়াও কোন বই, পত্রিকা বা ভিডিও ডাউনলোড করতে যেমন নির্দিষ্ট ফি দিতে হবে তেমনই ডাউনলোড করা ফাইল কাউকে উপহার হিসাবে পাঠাতেও ফি প্রদান করতে হবে। এ বিষয়ে বোয়িং বোয়িং সাইটের লেখক জোয়েল জনসন বলেছেন, ৩৯৯ ডলারের এই পণ্যের মূল্যটা বেশীই মনে হচ্ছে তাছাড়া রয়েছে মাসিক চার্জ (অনলাইন থেকে পত্রিকা বা ব্লগ পড়ার ক্ষেত্রে)। অথচ ইন্টারনেটের মাধ্যমে এগুলো বিনামূল্যেই পড়া যায়। তিনি আরো বলেন এই যন্ত্রের (কিন্ডল) পিডিএফ পড়ার সুবিধাও নেই। তবে এধরণের বুক রিডার বাজারে আরো রয়েছে যেমন, সনির পিআএন ৫০৫, বুকেন সাইবুক ভি৫ এবং আইরেক্স ইত্যাদি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস