সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টুইটারের স্ট্যাটাস হিসাবে ফ্লিকআরের ফটো

মেহেদী আকরাম | August 12, 2009, 8:22 PM

জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ফ্লিকআরে ছবি আপলোড করলে তার স্ট্যাটাস যদি টুইটারে আপডেট করা যায় তাহলে কেমন হয়, তাও আবার ইমেইলের মাধ্যমে! এজন্য ফ্লিকআরে লগইন করে www.flickr.com/account/blogs ঠিকানাতে যান এবং Set up your blog এ ক্লিক করে ড্রপ ডাউন থেকে টুইটার নির্বাচন করে NEXT> করুন। এবার GO TO TWITTER TO AUTHORIZE বাটনে ক্লিক করে টুইটারের ইউজার, পাসওয়ার্ড দিয়ে Allow বাটনে ক্লিক করুন তাহলে টুইটার একাউন্ট নিশ্চিত করে ফ্লিকআরের পেজে ফিরে আসবে। এখানে Upload from your mobile device অংশে ফ্লিকআরের একটি ইমেইল ঠিকানা দেখা যাবে। এই ইমেইল ঠিকানাতে ছবি এ্যাটাচ করে মেইল করলে মেইলের বিষয় ছবির শিরোনাম হিসাবে এবং মেইলের বডিতে থাকা লেখা ছবির বর্ণনা হিসাবে ফ্লিকআরে আপলোড হবে আর সাথে সাথে মেইলের বিষয় এবং ছবির লিংক স্ট্যাটাস হিসাবে অথরাইজ করা টুইটার একাউন্টে আপডেট হবে।

মন্তব্য করুন